জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া বলেছেন, দ্রুত নির্বাচনের পদক্ষেপ নয়, বিগত ১৭ বছর যত অপকর্ম হয়েছে সবকিছুর বিচার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ সব গুম-খুনের হিসাব তাদের দিতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্টি আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, এম এ আর রাজা রহমান, গিয়াস উদ্দিন আল খোকন, কে এম রকিবুল ইসলাম রিপন, রাশেদ প্রধান, ফারুক রহমান প্রমুখ।