রাজধানীতে সড়ক পার হওয়ার সময় নিখোঁজ ১১ বছরের এক শিশুর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, আমরা মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। মেয়েটির বাবা ইমরান রাজীব বলেন, আরাবি বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসায় দুই মাস ধরে ঢাকায় বোনের বাড়িতে আছি। রবিবার সন্ধ্যায় ফুপাত ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাত ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। পুলিশ জানায়, তারা টোকিও স্কয়ারের সামনের একটি ভিডিও ফুটেজে সুবাকে দেখতে পেয়েছেন। পুলিশ আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।