দেশের সোনা চোরাকারবারিদের গডফাদার হিসেবে পরিচিত আবু আহমেদকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আরব আমিরাত পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি গ্রেপ্তার হন। গতকাল তাকে চট্টগ্রামের ডবলমুরিং থানায় আনা হয়।
ডবলমুরিং মডেল থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হওয়া একটি হত্যা মামলার আসামি। গ্রেপ্তার আবু আহমেদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকায় থাকতেন। এক দশকে সোনা চোরাচালান-সংক্রান্ত নানা ঘটনায় তিনি আলোচনায় এসেছিলেন। তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। ২০২২ সালে এক অনুসন্ধানে আবুর ৭২১ কোটি ১৭ লাখ টাকার সম্পদের খোঁজ পায় পুলিশ।