বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘তৌহিদুল ইসলামের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। অভিযোগ আসতেই পারে। মিথ্যা অভিযোগও হতে পারে। তারা সেটা জাজমেন্টে নেবে না? সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? নাকি ৫ আগস্টের পূর্বে যেভাবে মানুষকে হত্যা, গুম করেছে সেভাবেই করবে? তৌহিদকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। বাংলাদেশের আইনের সর্বোচ্চ বিচার হোক আমরা সেটা প্রত্যাশা করি। এই খুনিরা স্বৈরাচার সরকারের প্রেতাত্মা। তাদের সর্বোচ্চ বিচার হতে হবে।’
নিহত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামের কুলখানিতে বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার ইটাল্লায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে তৌহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত, মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন তিনি।