খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১০ ছাত্রকে আজীবন বহিষ্কার এবং আরও চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নির্মম নির্যাতন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেন কর্তৃপক্ষ। গতকাল কুয়েটের ছাত্রশৃঙ্খলা কমিটির সদস্যসচিব, পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। আজীবন বহিষ্কৃতরা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম। এ ছাড়া ছাত্র মোস্তাক আহমেদকে পাঁচ বছরের জন্য শিক্ষা সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবেন না। শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল নিহালকে তিন বছর সনদ প্রদান করা হবে না এবং আজীবন প্রশংসাপত্র পাবেন না। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় আরও এক শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।