বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তাঁর সরকার, পুলিশ বাহিনী ও প্রশাসন দুর্নীতি করেছে। হাসিনা তাঁর মেয়ে ও বোনকে দিয়ে লুটপাটের আখড়া বানিয়েছেন দেশকে। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার দাম্ভিকতার পতন হয়েছে।
গতকাল লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, বিজয় নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাঈমুর রশিদ নাঈম, সহকারী প্রধান শিক্ষক লুৎফুর নাহার চৌধুরী ও অভিভাবক সদস্য আরমান খন্দকার প্রমুখ।