রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮৬তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দিবসটি পালিত হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি রায়হান ইসলাম বলেন, অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হাসান আজিজুল হক। দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর দর্শন ও সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।
তাঁর আদর্শ সাংস্কৃতিক কর্মীদের পাথেয়। জন্মদিনে মহান এ মানুষটির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
এ সময় জোটভুক্ত সংগঠন বাংলাদেশ গণশিল্পী সংস্থা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ড. অমিত কুমার দত্ত, সমকাল নাট্যচক্রের সভাপতি রিন্টু, তীর্থক নাটকের সাধারণ সম্পাদক সোহান ইসলাম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বিশ্ববিদ্যালয় সংসদের সহসভাপতি সৌরভ কুমার, স্বননের আহ্বায়ক মিজান শেখসহ অন্য সাংস্কৃতিক কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। ২০২১ সালের ১৫ নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান, সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য, আত্মজা ও একটি করবী গাছ, জীবন ঘষে আগুন, একাত্তর : করতলে ছিন্নমাথা (২০০৫), কে বাঁচে কে বাঁচায় বরেণ্য এ কথাসাহিত্যিকের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।