রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, খেলাধুলার সঙ্গে সম্পৃক্ততা শিক্ষার্থীদের খারাপ কাজ থেকে দূরে রাখে। যে শিক্ষার্থী খেলাধুলায় ভালো সেই শিক্ষার্থী লেখাপড়ায় ভালো হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আন্তবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এসব কথা বলেন। এবারের আন্তবিভাগ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টে ২২টি বিভাগের ছেলে ও ১২টি বিভাগের প্রমীলা দল অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. শাহ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. তানজিউল ইসলাম প্রমুখ।