ফলের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বরিশাল মহানগর আড়তদার ফল ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নগরীর অশি^নীকুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হারুন অর রশিদ। মানববন্ধনে ফল ব্যবসায়ীরা বলেন, সরকার নতুন করে ফলের ওপর ৮০ শতাংশ কর ধার্য করায় ফলের দাম বেড়েছে। এতে বিক্রি কমে গেছে। ফল ব্যবসায়ীরা হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ ব্যবসার সঙ্গে জড়িতরা বেকার হয়ে পড়বেন। বক্তারা আরও বলেন, আমদানি করা ফলের ওপর শুল্ক না কমালে সুযোগ কাজে লাগাবে চোরাচালানিরা। তারা অবৈধভাবে চোরাইপথে বিপুল পরিমাণ ফল আমদানি করবে। এতে মোটা অঙ্কের রাজস্ব হারাবে সরকার। ৩ ফেব্রুয়ারির মধ্যে বর্ধিত শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য সব ফলের আড়তদার ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহানগর আড়তদার ফল ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি মো. হারুন কাজী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বাবুল, কোষাধ্যক্ষ মো. পারভেজ, মো. হান্নান মিয়া, সদস্য মো. শহিদুল ইসলাম, মো. রাজিব ঢালি, মো. রুম্মান কাজিসহ ব্যবসায়ীরা।