ঘন কুয়াশার কারণে রংপুরের সড়ক-মহাসড়কগুলো ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। গত এক সপ্তাহে ১২টি সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে অর্ধশত। এদিকে, দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ চালাচ্ছে সচেতনতামূলক প্রচারণা। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় একটি ড্রাম ট্রাক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। তারাগঞ্জ হাইওয়ের অধীনে গত এক সপ্তাহে রংপুর-সৈয়দপুর সড়কে পাঁচটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ সময় নিহতের ঘটনা না ঘটলেও আটজন আহত হয়েছেন।
এদিকে বড়দরগাহ হাইওয়ের অধীনে গত শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সাতটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন কমপক্ষে ২০ জন। এর আগে ঘন কুয়াশায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। গত শুক্রবার সকালে পীরগাছার নব্দীগঞ্জ বাজার, পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানা এলাকা ও নগরীর নব্দীগঞ্জ ও নজিরেরহাটে এসব দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোটর মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। এ ছাড়া চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।