বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেছেন, জামদানি শিল্পকে টিকিয়ে রাখা এবং তাঁতিরা যাতে লাভবান হন সে লক্ষ্যে কাজ করছে সরকার। বিগত সরকারের আমলে দুর্নীতি ও অনিয়মের কারণে তাঁতিরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন। গতকাল সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁর সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ উইভার্স প্রোডাস্ট অ্যান্ড ম্যানুফেকচারার্স বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহউদ্দিনের আয়োজনে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ।