রংপুরের মানুষ গত বছরের জানুয়ারিতে দেখেছিল একটানা শীত। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা ছিল সাত দিন। টানা আট দিন সূর্যের মুখ দেখা যায়নি গত বছরের জানুয়ারিতে। এবারের প্রেক্ষাপট একেবারে ভিন্ন। পুরো জানুয়ারিতে শীতের তীব্রতা পেয়েছেন রংপুরের মানুষ মাত্র এক দিন। এ ছাড়া প্রায় প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ছিল। প্রতি বছর জানুয়ারিতে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে ৮-১০ দিন। কিন্তু এবার ৩ জানুয়ারি এক দিন মাত্র সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাকি মাসের ৩০ দিনই তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। ঘনকুয়াশা থাকলেও শীতের তীব্রতা এবার তেমন একটা লক্ষ্য করা যায়নি। তবে একাধিক দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কাছাকাছি চলে আসায় কিছুটা বেশি শীত অনুভূত হয়েছে। হাঁড় কাঁপানো শীত এবার অনুভব করেনি রংপুরের মানুষ।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এবার রংপুরের আবহাওয়ায় কিছুটা বৈচিত্র্য ছিল। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা মাত্র এক দিন ছিল। রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা অনেক কম ছিল।