সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে খুলনার রূপসা নদীতে লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’ ডুবে গেছে। মোংলার হারবাড়িয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে খুলনায় আসার পথে রূপসা নদীর রেলব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে জাহাজটির ওয়াটার লেভেল থেকে ২ ফুট নিচে ড্যামেজ হয়। গতকাল সরেজমিনে দেখা যায়, নোঙররত লাইটার জাহাজটির অর্ধেকের বেশি অংশ ডুবে গেছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল হক জানান, জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজের ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছেন।