রাজশাহী ও রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবির গণমিছিল করেছে। গতকাল জুমার পর রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে থেকে মিছিল বের হয়।
অন্যদিকে রংপুর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীল করার চেষ্টা করলেও অনেকে নানা ষড়যন্ত্র শুরু করেছে। তারা ক্যাম্পাসগুলোকে নিয়ে ষড়যন্ত্র করছে। দেশবিরোধী শক্তির ফাঁদে কোনোভাবেই পা দেওয়া যাবে না।
বক্তারা বলেন, গণ অভ্যুত্থানের পাঁচ মাস পেরিয়ে গেলেও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হয়নি। আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পক্ষ থেকে করা মামলার অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে, যা দুঃখজনক।
রাজশাহীতে সমাবেশে বক্তারা বিচারবহির্ভূত হত্যাকান্ড, খুন, গুম, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিচারের দাবি জানান। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে যারা হামলা করেছে, তাদের দ্রুত বিচারের দাবি জানান।