জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন্নাহারের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, তার স্ত্রী মোছা. মাহমুদা হোসেন লতা, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন, তার স্ত্রী ফারজানা চৌধুরী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার এস এম শিবলী নোমান ও তার স্ত্রী মেঘলা নোমানকে।
গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক মো. রাশেদুল ইসলাম নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন।
জাহাঙ্গীরের নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ঢাকায় তার নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে ৮টি ব্যাংকের ২৩টি হিসাবে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা করে ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা হয়েছে। আসামিদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে হাই কোর্টের রিট পিটিশনের রায়ের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের অনুমতি গ্রহণ করা প্রয়োজন।
অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থাকায় তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।