রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড বাবু’ হত্যা মামলার অন্যতম আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন রাজন (৩৫) ও রনি (২৬)। বুধবার রাত ১১টায় মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে অভিযান চালিয়ে রাজন ও রনিকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগ। পরে রাত ৩টায় পল্লবীর স্বপ্ননগর নতুন রোডের বাদশা মিয়ার চায়ের দোকানের সামনে টিনের বেড়ার নিচ থেকে ব্লেড বাবুর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিবি তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান।
তিনি জানান, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টায় পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাবুর স্ত্রী রাবেয়া আক্তার মিম ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।
মিজানুর রহমান জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকা সংঘটনের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। ২০ জানুয়ারি রাত ১১টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামি মুরাদকে (২৭) গ্রেপ্তার করে ডিবি। ২৪ জানুয়ারি মিরপুর-১০ নম্বর থেকে ইরফান হোসেন তুফানকে (১৯) এবং ২৬ জানুয়ারি রাত ১টায় রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে (১৮) গ্রেপ্তার করা হয়। ২৬ জানুয়ারি রাত সাড়ে ৮টায় পল্লবীর কালাপানি থেকে আরেক আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ হত্যাকান্ডে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।