ধর্ম উপদেষ্টার কর্মসূচিতে নারী সাংবাদিক প্রবেশে বাধা দেওয়া নিয়ে ফেসবুকে ভাইরাল পোস্টের ব্যাপারে নিজের অবস্থান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, তিনি কিংবা তাঁর দপ্তর থেকে কখনোই কোনো নারী সাংবাদিকের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। এমন কোনো ঘটনা ঘটে থাকলে তা নিন্দনীয়। বিষয়টি জানতে পারলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতেন।
গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ধর্ম উপদেষ্টার কর্মসূচির মিডিয়া কভারেজে নারী সাংবাদিক প্রবেশে বাধা’- এরূপ একটি ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা গেছে।
গত ২৯ জানুয়ারি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত কওমি উদ্যোক্তা সম্মেলন নিয়ে একজন নারী সাংবাদিক তাঁর ফেসবুক ওয়ালে পোস্টটি করেন। পরে অনেকে তা শেয়ার করেছেন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা। বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ে যোগদানের পর থেকে তিনি (ধর্ম উপদেষ্টা) নারী সংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে আসছেন। কিছু সংখ্যক নারী সাংবাদিক তাঁর দীর্ঘ সাক্ষাৎকারও নিয়েছেন। অতীতের মতো আগামীতেও ধর্ম উপদেষ্টা ও তাঁর মন্ত্রণালয় নারী সংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করে যাবে।