নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, যে দল যাই বলুক নির্বাচন গ্রহণযোগ্য করে তুলতে হলে পুলিশকে ঠিক করতে হবে। ভালো অফিসারদের বসাতে হবে, যারা জনগণের জন্য কাজ করবে। গতকাল বিকাল ৪টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্য জেলা শাখার কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ড. ইউনূস খুব ভালো মানুষ। তিনি নোবেল জয়ী। তাকে ছাত্র-জনতা বসিয়েছে। তিনি চেষ্টা করছেন দেশটাকে সংস্কার করে সামনের দিকে এগিয়ে নিতে। সব ক্ষেত্রে সংস্কারের মধ্য দিয়ে দেশের মানুষের মাঝে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
তিনি আরও বলেন, আবু সাঈদ বুক চেতিয়ে দাঁড়িয়ে ছিল। দেড় হাজারের মতো মানুষ গণ আন্দোলনে মারা গেছেন। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কাউয়া কাদের আর কাকা করে না। দেশের মানুষ তাদের বিচার দেখতে চায়। প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে। তাদের বিচার করতে হলে ভালো মানুষকে ক্ষমতায় বসাতে হবে। যারা জনগণের উন্নয়ন চায়। যারা ব্যক্তি হিসেবে জয়লাভ করবে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, শেখ হাসিনার উন্নয়নে ছিল ঘুষবাণিজ্য। দেশে ৬ কিলোমিটার পদ্মা সেতু হয়েছে ৪০ হাজার কোটি টাকায়। অথচ ভারতে ৯ কিলোমিটার সেতু করতে ১১ হাজার কোটি রুপির কিছু বেশি খরচ হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দেশে ব্যয় ধরা হয়েছিল ১ লাখ ৮৩ হাজার কোটি টাকা। একই আয়তনের ভারতের মাদ্রাজে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ব্যয় হয়েছে ৮৩ হাজার কোটি রুপি। তাহলে বোঝা যায়, দেশে উন্নয়নের নামে শুধু টাকা পাচার আর কমিশন-বাণিজ্য হয়েছে। এ দেশের মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছিল, তাই তারা যুদ্ধে নেমেছিল।
নাগরিক ঐক্য বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আবদুর রাজ্জাক তালুকদার।