নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার প্রস্তুত আছে, বিএনপি সময় চাচ্ছে, দেওয়াও হয়েছে। দ্রুতই হবে বলেন তিনি।
গতকাল তথ্যভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পদত্যাগসংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এটি তাদের পরিষ্কার করা দরকার ছিল।
উপদেষ্টা বলেন, এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। এর আগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে তথ্যভবনে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদের সহায়তা, অসুস্থ/অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিক সন্তানদের মধ্যে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে আহত-নিহত পরিবারের সদস্যরা তাদের সেই দিনগুলোর কথা স্মৃতিচারণ করেন।
ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।