চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর উদ্যোগ এবং সৃজনশীল প্রকাশনা পরিষদের সহযোগিতায় আগামীকাল শুরু হবে বইমেলা। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে মেলায় অংশ নিচ্ছে ১৪০টি স্টল। গতকাল দুপুরে বইমেলার সার্বিক প্রস্তুতি নিয়ে মেলাচত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিনসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ১ ফেব্রুয়ারি বিকাল ৩টায় বইমেলার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
চসিকের আয়োজনে ২০১৯ সাল থেকে সম্মিলিতভাবে চট্টগ্রামে ‘অমর একুশে বইমেলা’ হয়ে আসছে। এবার ১ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং ছুটির দিনগুলোয় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
বইমেলা থেকে জাতীয় জীবনে যেসব ব্যক্তি কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাঁদের একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার দেওয়া হবে। চট্টগ্রামের পাশাপাশি মেলায় অংশ নেবে ঢাকার অভিজাত প্রকাশনী সংস্থাগুলো, তাদের জন্য স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।