রংপুর নগরীর পাণ্ডারদিঘি এলাকায় উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় আউট অব স্কুল চিলড্রেন স্কুলের ২০ জন শিশুকে নিয়ে দিনব্যাপী আনন্দ আড্ডায় মেতেছিলেন জেলা বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। নগরীর পান্ডারদিঘি এলাকায় আউট অব স্কুল চিলড্রেন স্কুলের ২০ জন শিশুকে দুপুরের খাবার খাওয়ানো হয়। এ সময় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা শিশুদের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। গতকাল এই আড্ডার আয়োজনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহসাংগঠনিক সম্পাদক রবি দাশ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্নশ্রী ঘোষ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. তানজিম হাসান বলেন, বসুন্ধরা ‘শুভসংঘ শুভ কাজে সবার পাশে’ স্লোগানকে ধারণ করে সব ধরনের ভালো ও সহযোগিতামূলক কাজে অংশগ্রহণ করে আসছে। এর অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশু ও অনগ্রসর জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা প্রদান ও নানামুখী কার্যক্রম গ্রহণসহ সমাজসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এসবের ধারাবাহিকতাতেই আজকের এই আয়োজন। পঞ্চম শ্রেণির ছাত্র সিনহা বলে, ‘অনেক দিন পেট ভরে খাই নাই। হামরা আইজ পেট ভরে খামো। তোমরাগুলা হামার সাথে গল্প করনেন, মজা করনেন, এইটা হামার মনে থাকবে।’