ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’-এর ডিসেম্বর সংখ্যায় ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে অসতর্কতাবশত মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাক্সিক্ষত কয়েকটি লাইন ছাত্র সংবাদে প্রকাশ হয়েছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে বিতর্কিত এ প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়। জানা যায়, ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক প্রবন্ধে অত্যন্ত আপত্তিকরভাবে বর্ণনা করা হয়েছে, ‘অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করুন।’
গতকাল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিবৃতিতে বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না। এটি ছিল অত্যাচারী, জালিম, দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ। ধর্মবর্ণগোত্র-নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ।’
ছাত্রশিবির গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ছাত্র সংবাদ’-এর পরিষ্কার বক্তব্য হচ্ছে-মহান মুক্তিযুদ্ধ বিতর্কিত করে, এমন একটি অনাকাক্সিক্ষত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এ প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সঙ্গে ২০২৪-এর ডিসেম্বর সংখ্যার সব প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।