জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা-১ আসনের সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তাঁর স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের সন্দেহে এই দম্পতির তিন ছেলেমেয়ে ও ছেলের বউকে সম্পদ বিবরণ দাখিল করতে বলেছে সংস্থাটি। গতকাল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলেমেয়েরা হলেন সুনাম দেবনাথ, মেয়ে শুক্লা দেবনাথ ও মনীষা দেবনাথ এবং ছেলের স্ত্রী কাসপিয়া তালুকদার।
আকতারুল ইসলাম বলেন, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। নিজ নামে ১৬টি ব্যাংক হিসাবে মোট ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলাটি করে। আর অন্য একটি মামলায় আসামি হয়েছেন শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথ। মাধবী দেবনাথের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর এতে সহযোগিতা করেছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। এ ছাড়া মাধবীর নামে সাতটি ব্যাংক হিসাবে ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।