জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, বহু শহীদের শাহাদাতের মধ্যদিয়ে পাওয়া নতুন বাংলাদেশে এখনো সংকট ও শঙ্কামুক্ত হতে পারিনি। প্রতিনিয়তই নতুন চক্রান্ত ও গণ্ডগোল বাধানোর পাঁয়তারা লক্ষ করছি। এ অবস্থায় জাতীয় ইস্যুগুলোতে দলমত নির্বিশেষে সবার ঐক্য অপরিহার্য।
পরাজিত শক্তির পুনর্বাসিত হওয়ার ক্ষেত্র তৈরি হওয়ার কোনো ফাঁদে পা দেওয়া আমাদের কারও জন্যই সুখকর নয়। গতকাল মাদারীপুরের শিবচর উপজেলা জমিয়ত আয়োজিত দলীয় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিয়মিত দাওয়াতি কাজ, দলের নীতি-আদর্শের প্রতি আনুগত্য ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করে মাওলানা আফেন্দী বলেন, সংগঠনকে সাংগঠনিক উপায়ে শক্তিশালী করতে না পারলে রাজনীতির মাঠে টিকে থাকা কঠিন। অতএব কালবিলম্ব না করে দলকে মজবুত করতে সবাইকে আন্তরিক হতে হবে। মাওলানা আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা নাজমুল হাসান কাসেমী, আলী হোসাইন প্রমুখ।