স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি স্লোগান ধারণ করে আগ্রাসনবিরোধী লড়াইকে আরও শক্তিশালী এবং সুসংহত করতে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। নতুন নাম দেওয়া হয়েছে ‘আমজনতা দল’। গতকাল দুপুরে ঢাকার পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরিবর্তনের ঘোষণা দেন দলের আহ্বায়ক মিয়া মশিউজ্জামান। গণঅধিকার পরিষদ ২০২১ সালের ২৬ অক্টোবর রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করে।
এরপর ২০২৩ সালে দলটি দুই ভাগে বিভক্ত হয়। একপক্ষের নেতৃত্বে আছেন নুরুল হক নুর এবং রাশেদ খান, অপরপক্ষে আছেন মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান।
নুরের নেতৃত্বাধীন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে, তবে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বাধীন অংশের জন্য নতুন নাম ‘আমজনতার দল’ রাখা হয়েছে।
এ বিষয়ে আমজনতা পার্টির তারেক রহমান বলেন, ‘পিনাকী দাদা সব দলের সম্পদ। আমি মনে করি, উনি যেভাবে চলছে ওভাবেই সব দলকে গাইড করা।’ পিনাকী আমজনতার দল নাম পছন্দ করে দিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, ‘আমরা সবার কাছেই নাম চেয়েছি পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকী দাদার পছন্দ করা নাম কোনোরকম পরিবর্তন ছাড়াই আমজনতাই বেছে নিয়েছি।’