বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আবদুল মোমিন তালুকদার খোকা আর নেই। গতকাল বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত দুবার জাতীয় সংসদ সদস্য ছিলেন।
, বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার বাবা মরহুম আবদুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিনবার এমপি ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশাররফ হোসেন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু প্রমুখ।