জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কলে রাজধানীর খিলগাঁও থানার গোড়ান সিদ্দিকবাজার হাড়ভাঙ্গা মোড় থেকে এক অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার।
তিনি জানান, ৯৯৯-এ ফোন করে একজন জানান, তাদের প্রতিবেশী এক বৃদ্ধ অসুস্থ ব্যক্তি, যিনি একা থাকেন, গত রবিবার থেকে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। সোমবার তারা বৃদ্ধের বাসার দরজায় অনেকক্ষণ নক করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। কলার জরুরি পুলিশি সহায়তার জন্য ৯৯৯-এর কাছে অনুরোধ জানান। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে খিলগাঁও থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দরজা ভেঙে অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে দেয়। প্রাথমিকভাবে জানা যায়, স্ট্রোক করার কারণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তিনি নড়া-চড়া করার ক্ষমতা হারিয়ে ফেলেন। পুলিশ যাওয়ার পর তিনি উঠে বসেন। কিন্তু নড়া-চড়া করতে পারছিলেন না। অসুস্থ ব্যক্তি বিআইডব্লিউটিএ-এর একজন অবসরপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী।