সৌদিতে পাচার করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ভগ্নীপতি ও তার বাবা-মাকে আসামি করে মামলা করেছে শ্যালক। গতকাল বরিশাল মানব পাচার ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজিরহাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী মেহেন্দিগঞ্জের কাদিরবাদ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন রাঢ়ীর ছেলে মো. মিলাদ হোসেন।
বিবাদী ভগ্নীপতি সৌদিপ্রবাসী মুলাদীর খালাসির চর এলাকার বাসিন্দা রাসেল খান, তার বাবা শাহ আলম খান ও মা রানী বেগম।
মামলার বরাতে তুহিন মোল্লা জানান, রাসেল খান সৌদিপ্রবাসী। সেখানে চাকরির পাশাপাশি বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক নেয়। ভগনিপতি হওয়ায় ৭ লাখ টাকায় তাকে সৌদি আরবে নেওয়ার প্রস্তাব দেয়।
এতে রাজি হয়ে ২০২৪ সালের ১৪ এপ্রিল থেকে বিভিন্ন সময় ৭ লাখ টাকা দেয়। ২০২৪ সালের ১৬ আগস্ট দেশ থেকে সৌদি আরবে যায়। সেখানে যাওয়ার পর মদিনার ইয়াম্বু শহরে নিয়ে বন্দি করে। প্রতিশ্রুত অনুযায়ী চাকরি না দিয়ে অজ্ঞাত সঙ্গীদের নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এতে অসুস্থ হলে পড়লে পিতা-মাতাকে অবহিত করেন। তখন তারা ৫০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে দুই মাস ১৩ দিন পর দেশে ফিরে আসেন। দেশে এসে টাকা ফেরত চান। তখন টাকা ফেরত চাইলে অস্বীকার করেন। এ ঘটনায় থানায় মামলা করতে যান। পুলিশের পরামর্শে আদালতে মামলা করেছেন।