রাজধানীর চকবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান চলাকালে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গোয়েন্দা এবং চকবাজার থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে চকবাজার এবং লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- মো. হুমায়ুন কবির (২৮), মো. আরিফুল ইসলাম (৪০), আনোয়ার হোসেন খোকন (৪৮), মো. শাহাবুদ্দিন (৪৫), মো. নাজমুল আলম উজ্জ্বল (৩৬) ও মো. সুমন (২৬)।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলাকে বিশেষ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। গত দুই দিনে চকবাজার থানাধীন বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিসি তালেবুর রহমান আরও বলেন, হামলার সঙ্গে আরও কারও বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ পেলে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রথমে চকবাজার এলাকা থেকে হুমায়ুন কবির ও আরিফুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজারেরই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে খোকন, শাহাবুদ্দিন, নাজমুল হাসান উজ্জ্বল ও মো. সুমন নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।