দ্রুত সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এখন সরকারের প্রধান কাজ। এ মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা যৌক্তিক সময়ে নির্বাচন চাই। সংস্কার যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। গতকাল বিকালে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের ছোট ভাইয়েরা এ সরকারে আছে। তারা গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, নেতৃত্ব দিয়েছে। আমি মনে করি এই সময় ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তাদের এগিয়ে যাওয়া যেন গণতন্ত্রের পথে, নির্বাচন প্রক্রিয়ার দিকে হয়। তাহলে বাজার স্থিতিশীল হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া সম্ভব হবে। এ জন্য আমাদের জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, সংস্কার ও নির্বাচন এ দুটি বিষয় একটির সঙ্গে আরেকটি গুরুত্বহীন নয় বরং দুটোই সমান গুরুত্বপূর্ণ। আমাদের দলের নেতা তারেক রহমান দেশে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।