খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গতকাল পল্টনে খেলাফত মজলিস কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে নয় দফায় ঐকমত্য পোষণ করে। খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে সংলাপে জমিয়তের পক্ষে উপস্থিত ছিলেন দুই দলের নীতি নির্ধারকরা। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী। খেলাফত মজলিসের ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল।