স্থায়ী ক্যাম্পাস দাবিতে গতকাল পর্যন্ত টানা আট দিন ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। গতকাল এ কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনতা। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এ অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যাত্রী ও পণ্যবাহী হাজার হাজার যানবাহন আটকে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রী ও চালকরা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুর রউফ জানান, ছাত্রদের আন্দোলনের কারণে শাহজাদপুর থেকে সব যানবাহন চলাচল বন্ধ ছিল। বিসিক বাসস্ট্যান্ডের দুই পাশে যানজট সৃষ্টি হয়। সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রায়হান উদ্দিন, মাইশা খাতুন ও আয়েশা খাতুন বলেন, আট বছর ধরে ক্যাম্পাস নির্মাণের নামে কালক্ষেপণ করা হয়েছে। আমাদের ন্যায্য দাবির সঙ্গে সব শ্রেণিপেশার মানুষ একাত্মতা পোষণ করেছে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষক-কর্মচারীরাও স্মারকলিপি প্রদান করেছেন।