ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের মানুষকে সুলভমূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশেই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে আমাদের। গতকাল গাজীপুরের শফিপুরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশের উন্নয়নের বিশ্বস্ত ও স্থায়ী সহযোগী হতে চায় তার দেশ।
এ সময় জুলাই-আগস্ট অভ্য্যুত্থানে আহতদের পাশে থাকার অঙ্গীকার করেন চীনা রাষ্ট্রদূত।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর মানবিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, জামায়াতের সহযোগিতায় পরিচালিত এতিমখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান গরিব-এতিম শিশুদের জন্য আশীর্বাদস্বরূপ। ভবিষ্যতে চীন এসব শিক্ষার্থীকে চীনে প্রশিক্ষণের সুযোগ করে দিতে আগ্রহী।