বিমানের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এয়ারলাইনস কর্তৃক যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি জানিয়েছে ট্রাভেল এজেন্টদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাটাব)। শিক্ষার্থী, বিদেশগামী শ্রমিকদের স্বস্তি দিতে বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধ, সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণে বেবিচকসহ সরকারের সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে অ্যাটাবের সভাপতি আবদুস সালাম আরেফ এ দাবি জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বেসামরিক বিমান খাতে অন্যতম বড় সমস্যা এয়ার টিকিটের অতিরিক্ত মূল্যবৃদ্ধি। এর নেপথ্যে অন্যতম প্রধান কারণ নামবিহীন গ্রুপ টিকিট বুকিং। তারা বিভিন্ন দেশের বিভিন্ন রুটের সিট ব্লক করে রাখে। এভাবে টিকিট মজুতদারি করা হয়। আসনসংকট দেখা দেয় এবং দাম বাড়ে।
পরে দাম বাড়িয়ে দেয়।
, টিকিট মূল্য ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ কখনো দ্বিগুণ বা তিন গুণ পর্যন্ত বৃদ্ধি পায়।
বিদেশগামী শ্রমিক, স্টুডেন্ট, প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও এয়ারলাইনস কর্তৃক যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রয় ও মজুতদারি বন্ধে পদক্ষেপ নিতে হবে সরকারকে।