বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনার শাসনামলে শুধুই লুটপাট হয়েছে। এ ছাড়া তিনি টাকা পাচারের সঙ্গে দুর্নীতিও রপ্তানি করেছেন। লন্ডনের মতো জবাবদিহিতার জায়গায়ও দুর্নীতি করতে দ্বিধা করেননি। তাদের সময় পড়ালেখা ধ্বংস করা হয়েছিল। স্বাধীনতার পর দেশের মানুষ যখন লতাপাতা খায় তখন ধানমন্ডির ৩২ নম্বরে সোনার মুকুট পরে কামালের বিয়ে হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। রিজভী বলেন, সংস্কারের জন্য এ সরকারকে সমর্থন দেওয়া হচ্ছে।
তবে স্বৈরাচারী শেখ হাসিনা যেসব যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রকে ধ্বংস করেছে সে সব সংস্কার করতে হবে। এখনো চালের দাম নাগালের বাইরে, সবজির দাম কিছুটা কমলেও অন্য সবকিছু আগের মতোই রয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবীর, প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালন করেন জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।