নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে সব প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছিল। নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠান উপলব্ধি করেছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। এটি করতে আমরা বদ্ধপরিকর। কমিশনের সাংবিধানিক দায়িত্ব জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সেই নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছি।
গতকাল রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। সক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ নির্বাচন কর্মকর্তারা। এরপর তিনি নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে ভোটার হালনাগাদকরণ কার্যক্রম পরিদর্শন করেন।