পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোন দল নির্বাচন করবে, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে সেটি সেই দলের ওপর নির্ভর করে। কোনো দলের নির্বাচনে অংশগ্রহণ কিংবা মাঠে ফেরার প্রক্রিয়া সরকার বাতলে দেবে না। গতকাল রাজধানীতে পানি ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি ।
উপদেষ্টা বলেন, বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে তারা সতর্কতামূলক বার্তা দিতেই পারেন। কিন্তু উপদেষ্টা পরিষদের কেউ উপদেষ্টা পরিষদে থেকেই রাজনৈতিক দল গঠন করছেন সেটি আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন, যদি রাজনৈতিক দল গঠন করেন তবে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েই করবেন। কাজেই এখানে সন্দেহের কোনো জায়গা দেখছি না।
নির্বাচন নিয়ে কি পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা বলেছেন যে, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণসহ সবাইকে জানিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সম্মেলনে গিয়েও একই কথা বলেছেন। এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার সুযোগ নেই।