ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে দেশ অস্থিরতায় নিমজ্জিত হবে। সংস্কার বাস্তবে রূপ দিতে নির্বাচিত সরকার দরকার। গতকাল এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম সফল করতে ১৪ দলীয় জোটের বাইরে সব নিবন্ধিত-অনিবন্ধিত দলের সমন্বয়ে একটি মতবিনিময় সভা করতে বিএনপির প্রতি আহ্বান জানান এনপিপি চেয়ারম্যান। বলেন, দেশের অবস্থা অস্থির ও অনিশ্চিত। এ সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার যাতে এ সংস্কার বাস্তবায়ন করে সে লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র তৈরি করতে হবে।