যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির (ডিএনসি) ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশি-আমেরিকান সিনেটর (জর্জিয়া) শেখ রহমান। জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে ডিএনসির তিন দিনের জাতীয় সম্মেলন হবে ম্যারিল্যান্ড স্টেটে ন্যাশনাল হার্বারে। পার্টির চেয়ারম্যান, ট্রেজারার, ভাইস চেয়ারসহ বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি। এই নির্বাচনে সিনেটর শেখ রহমানকে এরই মধ্যে ৬ টেরিটরিসহ অধিকাংশ স্টেটের ডেলিগেটরা সমর্থন দিয়েছেন। ভাইস চেয়ার পদে তার প্রতিদ্বন্দ্বীরা হলেন কংগ্রেসওম্যান (ওহাইয়ো) জয়েস বিটি, কংগ্রেসওম্যান নিকেমা উইলিয়ামস (জর্জিয়া), বর্তমান কমিটির ভাইস চেয়ার সাবেক স্টেট অ্যাসেম্বলিম্যান (নিউইয়র্ক) মাইকেল ব্ল্যাক প্রমুখ। চার বছর মেয়াদি (২০২৫-২০২৯) ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির আসন্ন নির্বাচন নিয়ে সরগরম শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোও। সচেতন ভোটারেরও অধীর আগ্রহে নয়া নেতৃত্ব প্রত্যাশা করছেন।