স্মার্টকার্ড বিতরণ না হওয়া বা বিতরণে ধীরগতির কারণে বরিশাল নগরীসহ জেলার দেড় লাখ মানুষ কিনতে পারছেন না ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য। এ কারণে টিসিবি তাদের ডিলারদের পণ্য দিতে পারছে না। এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীর দাবি, স্মার্টকার্ড বিতরণের জন্য তা সংশ্লিষ্ট সব ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের দেওয়া হয়েছে। বর্তমানে বিতরণ কার্যক্রম চলছে। স্মার্টকার্ড বিতরণ শেষ হলেই পণ্য ছাড় করা হবে বলে জানিয়েছে বরিশাল জেলা প্রশাসন। টিসিবির বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন, স্মার্টকার্ডের মাধ্যমে বিক্রির জন্য তাদের কাছে সয়াবিন তেল, চাল, চিনি ও মসুর ডাল রয়েছে। কিন্তু স্মার্টকার্ড বিতরণ না করায় পণ্য ছাড় করা হচ্ছে না। কার্ড বিতরণ শেষ হলেই পণ্য ছাড় করা হবে। ওই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে বরিশাল নগরীতে ৩১ হাজার ৫৭৪টি ও জেলার ১০ উপজেলায় ১ লাখ ৭ হাজার কার্ডধারী রয়েছেন। এর আগে একটি পরিবারের জন্য একাধিক কার্ডসহ তথ্য-উপাত্ত সঠিক না দেওয়ায় ৮০ হাজার ৪২৬টি কার্ড বাতিল হয়েছে। এর মধ্যে নগরীতে ৫৮ হাজার ৪২৬টি ও জেলায় ২২ হাজার কার্ড বাতিল করা হয়। কার্ড না থাকলে পণ্য কিনতে পারবেন না জানিয়ে তিনি বলেন, কার্ড আছে কিন্তু যাদের ক্রয় ক্ষমতা রয়েছে তারা টিসিবির পণ্য পাবেন না।