জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন, আগামী নির্বাচন হবে ইসলামি দলগুলোর ঐক্যের ভিত্তিতে। অন্যান্য ইসলামি দলের সঙ্গে আলোচনা চলছে। গতকাল কুমিল্লার দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান বলেন, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে নির্বাচনব্যবস্থাকে হত্যা করেছে। ২০১৪ সালে একতরফা, ২০১৮ সালে রাতের ভোট ও ২০২৪ সালে নিজেরা নিজেরা ডামি নির্বাচন করেছে। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী শক্তিকে গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা করেছে। তাদের সে স্বপ্ন পূরণ হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনার পতন হয়েছে।
উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ ও জামায়াতের ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।