পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র, অধিকার এবং সমতার চর্চা অবাধ হবে। জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগের মূল্যায়নে আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখানে কোনো সংগঠন, ব্যক্তি বা দলীয় বিবেচনা প্রাধান্য পেতে পারে না। সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে নিরপেক্ষভাবে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারলেই এ আন্দোলনের সার্থকতা। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, এ আন্দোলন প্রমাণ করে সহিংস স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী এবং সেই পতন সব সময় লজ্জাজনক হয়। শিক্ষার্থী জনতা যে কাজ শুরু করেছিল, আমরা শুধু তাদের পাশে থেকে সাহস দিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে তাদের পাশে ছিলাম এবং থাকব। আমাদের প্রত্যয় হোক- গণতান্ত্রিক, বৈষম্যহীন, নিরাপদ একটি বাংলাদেশ গড়া, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম তাদের স্বপ্ন পূরণের সুযোগ পাবে। যেসব সন্তানেরা জীবন দিয়ে এই পথ তৈরি করেছে, তাদের প্রতি এটি হবে প্রকৃত শ্রদ্ধা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহ কুক প্রমুখ বক্তব্য রাখেন।