বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির ৪০তম প্রযোজনার নাটক ‘বলয়’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। রচনা ও নির্দেশনায় মোকাদ্দেম মোরশেদ। বৃত্তে আবদ্ধ মানবসত্তার বৃত্ত ভাঙার আকুতি এবং বাস্তবতার টানাপোড়েনকে ঘিরে গড়ে উঠেছে নাটকটির কাহিনি।
একজন রাজনীতিবিদ, একজন বিজ্ঞান চিন্তক এবং একজন আধ্যাত্ম তাত্ত্বিক- এই তিন চরিত্র রূপায়িত হয়েছে নাটকে। প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতা বলেই প্রতিষ্ঠিত, সমাজ সংসারে আদৃত কিন্তু অন্তরাত্মায় একঘেয়েমির জাঁতাকলে নিষ্পেষিত। নিষ্পেষণের সর্বগ্রাসী দাবানল থেকে শীতল হতে, অন্তসারশূন্যতা থেকে সমৃদ্ধি পেতে, শৃঙ্খলের গন্ডি থেকে মুক্তি পেতে মনবিশ্লেষকের কাছে যথোপযুক্ত কাউন্সেলিং পেতে তারা তিনজনই একত্রিত হয়। সত্যিকার কাউন্সেলিং কি তারা পায়? সামাজিক-আর্থিক-রাজনৈতিক-আধ্যাত্মিক বলয় থেকে সত্যিই কি তাদের দিশা মেলে?
যুক্তি-তর্ক-আস্থা-অনাস্থার খন্ডন-বিখন্ডের মাঝে দাঁড়িয়ে বলয় থেকে নতুন বলয়ে প্রত্যাবর্তন নাকি স্ববলয়ে থেকে নিরন্তন অন্তর্দহন- এরকম অসংখ্য মানবাত্মার আকুতির দৃশ্য কল্পের রূপায়নের নাটক ‘বলয়’।
নাটকের রচয়িতা ও নির্দেশক মোকাদ্দেম মোরশেদ বলেন, পা-ুলিপি সৃজন থেকে নাটক নির্মাণ পর্যন্ত যাত্রাপথটা বলয় থেকে বলয়ে অবগাহন এবং উত্তরণ। এই অবগাহন কখনো সাবলীল আবার কখনো ঘূর্ণন। আমাদের দল যেহেতু অভিনেতানির্ভর দল, ফলে সামগ্রিক নির্মাণে যেমন সংলাপনির্ভর অভিনয়কে প্রাধান্য দেওয়া হয়েছে তেমনই নাটকের দ্বান্দ্বিকতার দৃশ্যকল্প আলো-আবহ এবং মঞ্চ সজ্জ্বার বিন্যাসে প্রতিফলিত করা হয়েছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদা হোসেন ভাবনা, নাহিদ সুলতানা লেমন, রানা সিকদার প্রমুখ।