বাংলাদেশ ও চীনের মধ্যে ন্যায়সঙ্গত প্রবৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য ব্যবধান কমানো এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। গতকাল সাংহাইয়ে এক বক্তৃতায় তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে (এসআইআইএস) এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চীন সফররত পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ‘শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ভাগাভাগি’ শীর্ষক সেমিনারে নিরাপদ ও উন্নত বিশ্বের জন্য বাংলাদেশ ও চীনের অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। অনুষ্ঠানটি প্রেসিডেন্ট ড. চেন ডংজিয়াও-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয়, যিনি বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক এবং বিকশিত অংশীদারির কথা তুলে ধরেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের অগ্রণী ক্ষুদ্রঋণ কর্মসূচির মতো বাংলাদেশের সফল সামাজিক উদ্যোগগুলো তুলে ধরেন, যা গ্রামীণ নারীদের ক্ষমতায়ন করেছে। রোহিঙ্গা সংকটের কথা উল্লেখ করে উপদেষ্টা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য রাখাইন রাজ্যে অনুকূল পরিবেশ তৈরির ওপর জোর দেন।
অনুষ্ঠানে কূটনীতিক, সরকারি কর্মকর্তা, তরুণ গবেষক, মিডিয়া প্রতিনিধি, বিশেষজ্ঞ এবং সাংহাই পররাষ্ট্রবিষয়ক অফিসের কর্মকর্তারা যোগ দেন। এ ছাড়া অনুষ্ঠানে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামও বক্তব্য দেন।