আদিবাসী শব্দটি ‘সংবিধানবিরোধী’ ও ‘দেশবিরোধী’ উল্লেখ করে যারা ‘আদিবাসী’ স্বীকৃতি চাচ্ছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ‘বিক্ষুব্ধ সার্বভৌম ছাত্র-জনতা’র ব্যানারে সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানানো হয়। ‘স্টুডেন্টস ফর সভারেন্টির কর্মসূচিতে বিচ্ছিন্নতাবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীর অতর্কিত হামলা’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সার্বভৌম ছাত্র-জনতার সহ-মুখপাত্র মুহম্মদ রাসেল, মুহম্মদ সাইদুর রহমান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুহম্মদ শামসুদ্দিন বলেন, যারা নিজেদের ‘আদিবাসী’ দাবি করছেন, তারা মূলত বিভিন্ন দেশ থেকে এ দেশে এসেছে। আমরা তাদের থাকতে দিয়েছি। তারা উপজাতি, তারা আদিবাসী না। এ দেশে কখনো আদিবাসী ছিল না, ভবিষ্যতেও থাকবে না।
সংগঠনটির তিন দাবির মধ্যে রয়েছে স্টুডেন্টস ফর সভারেন্টির বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিয়ে সব বন্দির নিঃশর্ত মুক্তি দিতে হবে; মতিঝিলে সহিংস ঘটনা তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও হোতা রাখাল রাহা, অলিক মৃ, আরমানুল হকসহ অন্যদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে; ‘আদিবাসী’ শব্দটি সংবিধানবিরোধী। যে বা যারা ‘আদিবাসী’ স্বীকৃতি চাচ্ছে এবং এ দাবির পক্ষে কাজ করছে, এ রাষ্ট্রদ্রোহীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।