রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া ইয়াসমিন ঐশী একটি কোর্সের কন্টিনিউয়াস পরীক্ষায় অংশ না নিয়েও নম্বর পাওয়ার অভিযোগ উঠেছে। বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিন তাকে এই নম্বর দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এই কমিটি গঠন করেন।
তদন্ত কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আহ্বায়ক মো. তানজিউল ইসলাম (ভারপ্রাপ্ত), সদস্য সচিব ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামাণিক এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. হান্নান মিয়া।
অভিযুক্ত শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী সাংবাদিকদের বলেন, আমি ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও ২০২৩ সাল থেকে সংগঠনটির রাজনৈতিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি। আমি পরীক্ষায় সর্বশেষ সেমিস্টারে দ্বিতীয় হওয়ায় এবং ছাত্রলীগ করার কারণে রফিকুল, লিমনসহ আরও কয়েকজন সহপাঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভুয়া সংবাদ করাচ্ছেন। আমি আসলে পরীক্ষা দিয়েই নম্বর পেয়েছি। কিন্তু যারা এ ধরনের সংবাদ করছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করেননি।