বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত হচ্ছে। সময় ক্ষেপণ করা হচ্ছে। সব চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। মহানগর বিএনপির সাবেক নেতাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা সরোয়ার আরও বলেন, মানুষ ভোট দিতে পারেনি। সবাই ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন। রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন, এটা সময় উপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে। দোয়া মোনাজাতে মহানগর বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন ও সৈয়দ আকবরসহ সাবেক নেতারা উপস্থিত ছিলেন।