চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে লরি চালকের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন প্রাইম মুভার শ্রমিকরা। এতে সড়কের উভয় পাশে গাড়ি চলাচল বন্ধ হয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গতকাল দুপুরে সল্টগোলা রেল ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। পরে বিকাল ৪টা ২০ মিনিটের সময় পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সল্টগোলা থেকে আগ্রাবাদমুখী সড়কে একটি লরি দাঁড় করানো ছিল। পাশ দিয়েই নৌবাহিনীর একটি গাড়ি যাচ্ছিল। এ সময় নৌবাহিনীর গাড়িতে সামান্য ধাক্কা দেয় লরিটি। পরে ওই চালক লরিটি সড়কের মাঝখানে আড়াআড়িভাবে রেখে অন্য চালকদের ডেকে আনেন। সেখানে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার সংগঠনের নেতারাও আসেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে লরি চালকরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিকাল ৪টা ২০ মিনিটের দিকে পরিস্থিতি স্বাভাবিক করে।