ইন্টার্ন ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন শিক্ষার্থীরা প্রায় ২০ হাজার টাকা ভাতা পান। কিন্তু সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পান মাত্র ৯ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিএ ও ডিএ দেওয়া হলেও সিকৃবির ইন্টার্ন শিক্ষার্থীরা এটা থেকে বঞ্চিত। এসব বিষয় নিয়ে ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে দাবি বাস্তবায়নে ৭ দিনের সময় বেঁধে দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই তারা আন্দোলনে নেমেছেন।