খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আর এতে উদ্বেগ প্রকাশ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর ও জেলা বিএনপি। দলটির নেতা-কর্মীরা এই অবস্থার জন্য পুলিশকে দায়ী করে অবিলম্বে নগরীর সব থানার ওসিদের অপসারণের আহ্বান জানান। অন্যথায় জেলাপ্রশাসক ও মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ঘেরাওসহ খুলনা অচল কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। পুলিশের দেওয়া তথ্য মতে, গত চার মাসে অন্তত ১০টি হত্যাকান্ডে র ঘটনা ঘটে। গতকাল বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, আইনশৃঙ্খলা আপেক্ষিক বিষয়। কোনো কোনো সময় হঠাৎ করেই অবনতি হয়ে যায়। আচমকা কিছু ঘটলে সেটা প্রতিরোধ করা কঠিন। তিনি বলেন, ওএমএস চালের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে কয়েক মিনিটের মধ্যে একজন যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটে। এটা দুঃখজনক। ঘটনার পরপরই তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আইনশৃঙ্খলার উন্নয়নে চেষ্টা করছে। শীর্ষ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি করতে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।